বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ‘কামিং সুন’ বলে আইএসের হুমকি!
বিশ্ব সংবাদ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ‘হামলার হুঁশিয়ারি’ দেওয়া হয়েছে ইসলামিক স্টেটস ওরফে আইএস-এর বরাতে। মধ্যপ্রাচ্যভিত্তিক ওই জঙ্গি গোষ্ঠী সমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেলে হামলার হুঁশিয়ারি দিয়ে বাংলায় ‘শিগগির আসছি’ লেখা একটি পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। এই ‘কামিং সুন’ বা ‘শিগগির আসছি’ কথাটিকে হামলার হুমকি বলে ধরে নেওয়া হচ্ছে।
ভারতের টাইমস অব ইন্ডিয়া বাংলায় লেখা ওই পোস্টারের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সম্ভাব্য হামলা হুমকি দিয়েছে আইএস। গত বৃহস্পতিবার রাতে আইএসের ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ...’ লেখা ওই পোস্টারটি প্রকাশ হয়।
বাংলায় লিখিত পোস্টারে মুরসালাত নামে আইএসের একটি শাখা সংগঠনের লোগো রয়েছে। শ্রীলঙ্কায় সাম্পতিক ভয়াবহ সিরিজ বোমা হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে, জামাত উল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে। জেএমবিকে তাদের দলে সদস্য নিয়োগের জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গে মাঝে মাঝেই তৎপর হতে দেখা যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার বাবুঘাট এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফুল ২০১৮ সালের বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত বলে জানা গেছে।
গত রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৫৯ জনে। যদিও গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নিহতের সংখ্যা প্রায় একশ কম বলে দাবি করেন। তার দেয়া হিসাব মতে, হামলায় মোট ২৫৩ জন নিহত হয়েছেন।
ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে কয়েকদিন পর।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন