বলধা গার্ডেনে ভয়ভীতি: ৩ ভুয়া ডিবিকে ধরলো র্যাব
স্টাফ রিপোর্টার

ফাইল ফটো
ঢাকা: রাজধানীর ওয়ারি থানা এলাকা থেকে ভুয়া তিন ডিবি সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাতে র্যাব সূত্র জানায়, আটকের পর র্যাব-৩ এর একটি ভ্রাম্যমাণ আদালত ওই তিন দুর্বৃত্তকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে।
যোগাযোগ করলে র্যাব-৩ এর উপপরিচালক মেজর কবির নিউজওয়ান২৪.কমকে জানান, ওই তিন দুর্বৃত্ত বলধা গার্ডেনে আসা দুই তরুণ-তরুণীকে হেনস্থা করে। মঙ্গলবার বিকেলে তারা দুজন বেড়াতে আসেন সেখানে। কিছু সময় বাগানের শোভা উপভোগ করে একপর্যায়ে তারা বের হয়ে আসেন। এসময় ওই তিনজন তাদের ফলো করে। একপর্যায়ে রাজধানী মার্কেটের পাশে তাদের ঘিরে ধরে নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয়। এরপর বলে, পার্কে তোরা খারাপ কাজ করেছিস। এজন্য থানায় নেওয়া হবে। তারা পুরুষটিকে মারধর শুরু করে এবং কায়দা করে মেয়েটিকে সরিয়ে নিয়ে যায় পাশের এক জনবিরল ভবনে।
এসময় দুর্বৃত্তরা ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করে দুজনকেই। টাকা-পয়সা দাবি করে।
খবর পেয়ে র্যাব-৩ এর একটি দল দ্রুত গিয়ে রাজধানী মার্কেটের পাশের মসজিদের সামনে থেকে প্রথমে ছেলেটিকে ও পরে মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির কোনো শারীরিক ক্ষতি হয়নি উল্লেখ করে সূত্র জানায়, উদ্ধারে দেরি হলে সমস্যা হতে পারতো।
উদ্ধার পাওয়ার পর মেয়েটি জানান, তাদেরকে জোর করে এক ধরনের লাস্যি খাওয়ানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে তাতে মাদক মেশানো ছিল।
মেজর কবির নিউজওয়ান২৪.কমকে বলেন, “যে গ্রুপটাকে আজ আমরা ধরেছি এদের ধোঁকাবাজি আর মাস্তানির শিকার আশপাশের এলাকার অনেকেই। অনেক ঘটনা ভুক্তভোগীরা গোপন করে যান মানসম্মান যাওয়ার ভয়ে। আজ এদেরকে ধরার ফলে এ ধরনের অপরাধীরা সতর্ক হয়ে যাবে। তবে আমরা এদের দমনে সদা তৈরি আছি। বিশেষ করে নারীদের বেকায়দায় ফেলে এরা যা করছে তা সামাজিকভাবে খুবই জঘন্য পরিস্থিতির সৃষ্টি করে। আর নারী-পুরুষ যিনি বা যারাই এ ধরনের ঘটনার শিকার হন, তাদের পক্ষে এর ভয়াবহ স্মৃতি ভোলা কষ্টকর হয়। তাই, র্যাবের সঙ্গে সঙ্গে অন্য সবারও এ বিষয়ে সচেতন হওয়া উচিৎ।”
তিনি আরও বলেন, “আমরা যখন ছেলেটিকে উদ্ধার করি তখন সেখানে অনেক লোক দাঁড়িয়ে ঘটনা দেখছিল। তবে র্যাব আসার আগ পর্যন্ত কেউ বাধা দেয়নি দুর্বৃত্তদের”
নিউজওয়ান২৪.কম/এসএল
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো