ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নির্বাচন কমিশনকে এই রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এছাড়া রাজনৈতিক দল হিসেবে এনডিএমকে নিবন্ধন না দেয়ার ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে রায়ে।
এর আগে গত ১৬ অক্টোবর ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট।
ববি রাজনৈতিক দল হিসেবে এনডিএম প্রতিষ্ঠা করেন ২০১৭ সালের ২৪ এপ্রিল। এরপর দলটির নিবন্ধন চেয়ে গত বছর ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন তিনি।
গত ১১ জুন এনডিএম’র আবেদন খারিজ করে দেয় ইসি। পরে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ববি হাজ্জাজ হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে দলটির নিবন্ধনের নির্দেশনা চাওয়া হয়।
গত ৮ জুলাই এনডিএমকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় গত ১৬ অক্টোবর। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আকতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা