ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ২১ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নির্বাচন কমিশনকে এই রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এছাড়া রাজনৈতিক দল হিসেবে এনডিএমকে নিবন্ধন না দেয়ার ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে রায়ে।

এর আগে গত ১৬ অক্টোবর ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট।

ববি রাজনৈতিক দল হিসেবে এনডিএম প্রতিষ্ঠা করেন ২০১৭ সালের ২৪ এপ্রিল। এরপর দলটির নিবন্ধন চেয়ে গত বছর ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন তিনি।

গত ১১ জুন এনডিএম’র আবেদন খারিজ করে দেয় ইসি। পরে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ববি হাজ্জাজ হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে দলটির নিবন্ধনের নির্দেশনা চাওয়া হয়।

গত ৮ জুলাই এনডিএমকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় গত ১৬ অক্টোবর। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আকতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত