ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ইরাক

বন্যায় ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, নিহতের সংখ্যা বেড়ে ২১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ইরাকের উত্তরাঞ্চলে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২১ জন নিহত হওয়া ছাড়াও এই বন্যায় ১৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বন্যায় প্রায় ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিনেভেহ ও কিরকুক প্রদেশে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যায় বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল সিরকাত শহরও ডুবে গেছে।

কুয়েত, সৌদি আরব ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এসব দেশে অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত