ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

বন্ধের পর আবার চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ২৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা ১০ ঘণ্টা বন্ধ রাখার পর আবারও খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

বিটিআরসির পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর বৃস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর থেকে  থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করে দেয় মোবাইল ফোন অপারেটরগুলো। পরে শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মোবাইল ইন্টারনেটের সর্বোচ্চ গতির এই সেবা চালু হয়েছে।

বিটিআরসির একটি সূত্র জানায়, মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছিল। গতরাতে বিটিআরসি মৌখিকভাবে মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেয়। রাতেই মোবাইল কোম্পানিগুলো এ নির্দেশনা কার্যকর করে। টুজি সেবা চালু করে। এর ফলে গত ১০ ঘণ্টায় মোবাইলের গ্রাহকরা ইন্টারনেট চালাতে বেগ পেতে হয়। 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে গত নভেম্বর নাগাদ দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ১৮ লাখের বেশি; এর মধ্যে ৮ কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে।

নিউজওয়ান২৪/ইরু

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত