ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বন্দুকযুদ্ধে ইয়াবাবিক্রেতা নিহত

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৪, ২৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে শুক্রবার ভোরে দুই গ্রুপের ‌বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম প্রকাশ লালাইয়া নামে এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন।

কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টের নাফ নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত হামিদুল ইসলাম উপজেলার হ্নীলা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের উলুচামরী গ্রামের বাসিন্দা ছিলেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন , বন্দুকযুদ্ধের ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা বিক্রেতা লালাইয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ও ছয় হাজার ইয়াবা ট্যাবলেট, দুটি দেশিয় তৈরি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লালাইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা এবং ইয়াবা ডন হামিদ হোসেনের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় তিনটি মাদক, চারটি মারামারি ও একটি মানবপাচারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত