ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

বদলে যাচ্ছে অপো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ১৬ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নিজেদের ধারাবাহিকতা পরিবর্তন করছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন জানান, ‘আর সিরিজ’ বাতিল হচ্ছে শিগগিরই। এর বদলে শুধুমাত্র ফাইন্ড এক্স ও রেনো সিরিজের ফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহে পপ আপ সেলফি ক্যামেরা যুক্ত রেনো ও রেনো ১০ এক্স জুম নামের দুটি ফোন বাজারে ছাড়ে অপো। তবে ক্যামেরার ডিজাইনটি দেখতে হাঙ্গরের পাখনার মতো হওয়ায় এর নাম দেয়া হয়েছে ‘শার্ক ফিন’। গত জুলাইয়ে বাজারে আসা অপো ফাইন্ড এক্সের ডিজাইনেও আছে নতুনত্ব।

জানা যায়, ফোনের ডিজাইন বা নাম দিয়েই নয়, প্রচারণায়ও ব্যাপক পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। চীনের বাইরের বাজার ধরতে তারা যুক্তরাজ্যেও স্টোর খুলেছে। ইতোমধ্যে অপো লোগো বদলে ফেলা হয়েছে। নতুন লোগোর দেখা মিলেছে টুইটারে।

নিউজওয়ান২৪/ইরু

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত