ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘বঙ্গবন্ধু বিপিএল’ কে কোন দলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১৭ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘বঙ্গবন্ধু বিপিএল’ এর প্লেয়ার্স ড্রাফট চলছে আজ  রোববার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে। 

লটারির মাধ্যমে দেশি এবং বিদেশি খেলোয়াড় বেছে নিচ্ছে দলগুলো। স্বভাবতই দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ‘এ প্লাস’ ক্যাটাগরির চারজনেরই হওয়ার কথা।

সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে এবারের বিপিএলে নেই। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটার হলেন-মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ।

‘বঙ্গবন্ধু বিপিএল’ এ টুর্নামেন্টে অংশ নেয়া সাতটি দল তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল সাজাবে।

ব্যতিক্রমধর্মী বিপিএলে অংশ নেয়া দলগুলোর নামও বদলানো হয়েছে। দলগুলো হলো: যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এখন পর্যন্ত দেখে নিই কে কোন দলে

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, মোহাম্মদ শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, শামসুর রহমান শুভ, মোহাম্মদ  সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা, লরি ইভান্স, মমিনুল হক, আরিফুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরহাদ রেজা,রাবি বোপারা, হজরতুল্লাহ জাজাই,  অলক কাপালি, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুকুর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:  মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন,রুবেল হোসেন, ক্রিস গেইল, কেস্রিক উইলিয়ামস,কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ,

রংপুর রেঞ্জার্স: মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি,জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ নাবী, শাই হোপ, জাকির হাসান, তাসকিন আহমেদ, ফাজলে রাব্বি, নাদিফ হোসেন।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, কুশাল পেরেরা, মুজিবুর রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুর ইসলাম, সুমন খান,

সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সারফিন রাদারফোর্ড, সাফিকুল্লাহ গাফারী, নাঈম হাসান, রনি তালুকদার, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত