ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ফের হাসপাতালে এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৯, ২৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত শামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। 

দেলওয়ার জালালী বলেন, দলের চেয়ারম্যান এরশাদ সোমবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচ-এ যান। তিনি এখন সেখানেই আছেন।

তিনি আরও বলেন, নিয়মিত চেকআপের জন্য এই মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা আগে থেকেই রয়েছে। তবে কবে যাবেন সেটা এখনও নিশ্চিত না। তিনি ছোটখাটো কিছু হলেই চিকিৎসকের স্মরণাপন্ন হন। সে অবস্থান থেকে তার সিঙ্গাপুর যাওয়ার সিডিউল রয়েছে এই মাসেই। আরও আগেই তার যাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের ঝামেলার কারণে তিনি যাননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এরশাদ সিএমএইচ-এ আছেন। শারীরিক চেক-আপ ও চিকিৎসার জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার সিএমএইচে যান এরশাদ।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত