ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ফের প্রধানমন্ত্রী হোক শেখ হাসিনা, বিশ্ব নেতাদের অভিমত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান বিশ্বনেতারা। তারা অনেকেই একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন।

বুধবার নিউইয়র্কে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক বৈঠকে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এ আশাবাদ ব্যক্ত করেন। তাদের অনেকেই মনে করেন আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন।

1.শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের অভিমত

বিভিন্ন সময় অনুষ্ঠিত বৈঠকগুলোর পর নিউইয়র্কের হোটেল গ্রান্ড হায়াতে সাংবাদিকেদের আনুষ্ঠানিকভাবে ব্রিফি করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তিনি বলেন, সার্বিকভাবে সবাই আশা প্রকাশ করেছেন, বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে বহাল থাকবেন। তারা বলেছেন, বিগত দিনের দৃষ্টান্ত হিসেবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাই ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

2.শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের অভিমত

সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী এদিন জাতিসংঘ সদর দফতরের দ্বিপাক্ষিক সভাকক্ষে পৃথকভাবে এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ, ইউএন হাইকমিশনার ফর রিফ্যুজিস (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্দি, ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর, মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, রাষ্ট্রদূত ক্রিস্টিন শ্যার্নার বার্গেনার, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি ফেডেরিকা মঘেরনিনির সঙ্গে বৈঠক করেন।

পাশাপাশি তিনি এদিন জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি ‘সিওপি-২৪’ বাস্তবায়ন বিষয়ে সদস্যদের উচ্চ পর্যায়ের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দিত করে বৈঠকে তারা বলেন, আমরা আবারো আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাঝে পাবো।

শহীদুল হক বলেন, তার সময়ে আঞ্চলিক স্থিতিশীলতা, রোহিঙ্গাদের বিষয়ে ভূমিকা, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ও ঐক্য-সংহতির কথা বিবেচনা করেই বিভিন্ন রাষ্ট্র প্রধান এবং আর্ন্তজাতিক সংস্থাসমূহ এই আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব আরো বলেন, বিশ্ব জনমতের এই ধারণা তাদের সঙ্গে বৈঠকে বেরিয়ে আসে, তারা মনে করছেন আগামী বছরও তারা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

3.শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের অভিমত

প্রেস সচিব বলেন, রাষ্ট্র প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ আশাবাদ ব্যক্ত করেছে, বাংলাদেশে গণতন্ত্র এবং উন্নয়ন উভয়েই একযোগে চলবে।

তিনি বলেন, তারা আগামীতেও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার সঙ্গে পুনরায় দেখা হওয়ার আশাবাদও ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব বলেন, তারা আরো আশাবাদ ব্যক্ত করেন, গণতন্ত্রের পথে যে যাত্রা প্রধানমন্ত্রী বাংলাদেশে শুরু করেছেন তা অব্যাহত থাকবে।

একই সঙ্গে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে। দেশে বিদ্যমান গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী এ সময় দেশে বিদ্যমান রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা তুলে ধরে মিয়ানমার যাতে তাদের নাগরিকদের নিজ দেশে দ্রুততার সঙ্গে ফেরত নেয় সেজন্য তাদের প্রতি চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশে নেই, বরং মিয়ানমারকেই এ সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

এজন্য তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফিরে যেতে হবে। তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না তারা নিজের মাতৃভূমিতে ফেরত যাচ্ছে সেই সময়টায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য নিয়ে তাদের দেখোশোনা করবে।

প্রধানমন্ত্রী এ সময় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে তার সরকারের উদ্যোগ তুলে ধরে। এ বিষয়ে বিশ্বসম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

4.শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের অভিমত

শেখ হাসিনা বলেন, একটি তালিকায় ৪ হাজার রোহিঙ্গার নাম সনাক্ত করা হয়েছে, আসুন এদের মাধ্যমেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাক।

মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন শ্যার্নার বার্গেনার প্রধানমন্ত্রীকে অবহিত করেন, তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার দু’টি দেশই সফর করেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, রোহিঙ্গারা যাতে নিজ মাতৃভূমিতে ফেরত যেতে পারে। সেজন্য রাখাইন রাজ্যে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য তিনি মিয়ানমারকে বোঝাতে সক্ষম হবেন। এই সমস্যার সমাধানে তিনি পুণরায় বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান।

5.শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের অভিমত

বার্গেনার বলেন, গত বছর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণে মিয়ানমার বিষয়ে যে পাঁচ দফা প্রস্তাব করে তার একটি ছিল মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের অন্তর্ভূক্তি।

তিনি বলেন, ওই পদে তার নিযুক্তির মাধ্যমেই সেই প্রস্তাবের বাস্তবায়ন শুরু হয়েছে। রাষ্ট্র প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতিরও ভূয়শী প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, এটা কি করে সম্ভব হলো তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকেও জানতে চান। তারা এ বছরের ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, নানা প্রতিবন্ধকতা সত্বেও এটি দেশটির উন্নয়নের প্রতিচ্ছবি।

নিউজওয়ান২৪/টিআর

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত