ফের পদানত পাকিস্তান, টাইগাররা ফাইনালে
স্পোর্টস ডেস্ক
জিতেছে বাংলাদেশ! এবং ফাইনালে পৌঁছে গেছে তারা। বিশ্বজুড়ে বাঙালিদের মন আনন্দে ভাসিয়ে দিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে দ্বিতীয় জয় তুলে নেয় টাইগাররা। এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ করে ২৩৯ রান। তাদের এই মোটামুটি মানের পুঁজিই অসাধ্য হয়ে দেখা দেয় প্রতিপক্ষের কাছে।
ইনজুরির কারণে টাইগার একাদশে ছিলেন না সাকিব আল হাসান, ছিলেন না তামিম ইকবাল।
কিন্তু টাইগার শিবিরের মাননীয় ‘বড় ভাই’ মাশরাফি বিন মুর্তজার অসাধারণ ক্যাচটিই বলে দিচ্ছিল বাংলাদেশ টিম কতোটা বেপরোয়া মুডে ছিল গুরুত্বপূর্ণ ম্যাচটি জিততে। ম্যাশের ক্যাচে পাকিস্তানের প্রতিরোধ ভাঙে, ৬৭ রানের জুটি গড়ে ফিরে যান শোয়েব মালিক।
বোলারদের সহজেই খেলছিলেন মালিক ও ইমাম-উল-হক। একপর্যায়ে রুবেল হোসেনের একটি বল মিডউইকেটে চিপ করতে যান মালিক, সফলও হয়ে গিয়েছিলেন প্রায়। কিন্তু অসম্ভব ক্ষিপ্রতায় মালিককে বিস্ময়ে বিমূঢ় করে দেয় ম্যাশের লাফিয়ে উঠে ফের ঝাঁপিয়ে পড়ে নেওয়া দুর্দান্ত ক্যাচ। পুরো গ্যালারিতে আনন্দে দুলে উঠে লাল-সবুজের সমর্থকরা।
৫১ বলে ৩০ রান করে ফিরেন মালিক। ২১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৭/৪। ক্রিজে ওপেনার ইমামের সঙ্গী হন অলরাউন্ডার শাদাব খান। শাদাবও বিদায় নিলে পুরোই ছন্দ হারায় পাকিস্তান। এরপর ১০৫ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলে মাহমুদুল্লাহ রিয়াদের বলে লিটন দাসের হাতে স্ট্যাম্পড হয়ে বিদায় নেন ইমাম। এরপর আর পাকিস্তানের আশা বলে কিছু ছিল না- অধোবদনে ক্রমশ তারা এগিয়ে যাচ্ছিল পরাজয়ের বেদীতে আত্মসমর্পণের জন্যে।
টাইগারদের ছুঁড়ে দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ১৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বেদিশা হয়ে পড়ে তারা। তবে মাত্র ১২ রানে তিন উইকেট হারিয়ে তারচেয়েও বেকায়দায় ছিল মাশরাফিারা। কিন্তু আবারো খাদের কিনারে দাঁড়ানো দলকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম। চাপ সামলে করেছেন অনবদ্য ৯৯ রান। তবে মাত্র আর একটি রান করে পূর্ণ করতে পারেননি পরম আরাধ্য সেঞ্চুরি। ‘নার্ভাস নাইনটি নাইন’-এর শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি।
কিন্তু তার আগে যা করেছেন তা ছিল আবেগপ্রবণ বাঙালির হৃদয় আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া প্রায় ত্রিশ ওভারের ম্যারাথন জুটিতে ১৪৪ রান যোগ করে সাজঘরে ফিরেন তার সঙ্গী মিঠুন। তিনিও ফিফটি করেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ৬০ রানে আউট হয়েছেন মিঠুন।
মেহেদি হাসান মিরাজের করা প্রথম ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ফখর জামান (১)। পরের ওভারে মুস্তাফিজের বলে এলবিডব্লিউ হয়ে ০ রানে ফিরে একই পথ ধরেন বাবর আজম।
পাকিস্তান দলের ক্যাপ্টেন সরফরাজ আহমেদেরটা সহ মুস্তাফিজ নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত টাইগারদের দেওয়া ২৪০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২০২ রানে। তবে তারা ৫০ ওভার পুরো খেলে। ৩৭ রানে হার স্বীকার করে তারা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তাদের হারাতে পারলেই এশিয়া কাপ এবার আমাদের।
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল