ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ফেনীতে দালাল চক্রের দুই সদস্য আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ১৬ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ভূমি অধিগ্রহণ মামলার ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই দালালকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার তাদের আটক করা হয়েছে।

দালাল চক্রের সদস্যরা ক্ষতিপূরণের চেক প্রাপকদের নানা কৌশলে জিম্মি করে তাদের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগেই ফেনীর অতিরিক্ত ডিসি (রাজস্ব) পি.কে.এম এনামুল করিম দুই প্রতারককে আটক করেন।

আটকরা হলেন- সোনাগাজী চর ছান্দিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে আবদুল করিম ও একই এলাকার মফজল হকের ছেলে আবু তাহের।

অতিরিক্ত ডিসি পি.কে.এম এনামুল করিম বলেন, আটক দুই ব্যক্তি আবু তাহের নামে অপর এক ব্যক্তির স্থলে এ আবু তাহেরকে জমির মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা পাওয়ার আবেদন করে। ক্ষতিপূরণের বৈধ দাবিদার আবু তাহেরের প্রাপ্য টাকা উত্তোলনের চেষ্টা করেন।

মূল মালিক আবু তাহের এর পিতার নাম ছিদ্দিক আহমদ। প্রতারক আবু তাহের এর পিতার নাম মফজল হক হলেও তিনি পিতার উপনাম হিসেবে ‘বজলের রহমান, ছিদ্দিকুর রহমান, ছিদ্দিক আহমদ’ ইত্যাদি লিখে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। দুই তাহেরকে মুখোমুখি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদে বিষয়টি স্পষ্ট হয়। প্রতারক তাহের ও তার দোসর করিমকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত