ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ফুল আর ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী টাইগার যুবারা

খেলা ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টাইগার যুবারা বিশ্বকাপ জয় করে বীরের বেশে দেশে ফিরেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় বিশ্বকাপের ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আকবর-তৌহিদ হৃদয়রা। 

বিমানবন্দরে বিশ্বজয়ীদের ফুলের মালা আর ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে বিসিবির সভাপতিসহ কর্মকর্তারা।

বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আকরাম খানসহ বিসিবির কর্মকর্তারা। বিমান থেকে নামার পর বিশ্বকাপ জিতে ইতিহাস গড়া ক্রিকেটারদের একে একে ফুলের মালা পরিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

বিশ্বজয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল ক্রিকেটারদের চোখেমুখেও।

বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিসিবির ‘চ্যাম্পিয়ন বাস’-এ করে নিয়ে যাওয়া হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন আকবর আলীরা।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত