ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ফিরে গেলেন লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ৬ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ দিনে খেলতে নেমেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩৪ রান করেছে টাইগাররা।

লিটন দাস ২১ ও ইমরুল কায়েস ১৩ রানে ক্রিজে রয়েছেন। জয়ের জন্য আরও ২৮৭ রান করতে হবে বাংলাদেশকে। আর জিম্বাবুয়ের প্রয়োজন ১০ উইকেট। মঙ্গলবার ( ৬ নভেম্বর) সকালে মাঠে নামে দুই দল।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় সফরকারীরা। আবারও তাইজুল-মিরাজ-অপুর ঘূর্ণিতে ১৮১ রানেই গুটিয়ে যায় মাসাকাদজাবাহিনী। কিন্তু ১৩৯ রানের লিডের সুবাদে বাংলাদেশকে ৩২১ রানের টার্গেট দিয়েছে তারা। ফলে জয়টা টাইগারদের জন্য অনেকটাই দু:সাধ্য হয়ে গেছে।

কেননা আড়াইশর কাছাকাছি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২১৫ রান তাড়া করে ৪ উইকেটে পাওয়া জয়ই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা। তাতে সিলেট টেস্টে জিম্বাবুয়েকে হারাতে হলে লিখতে হবে নতুন কোনো রেকর্ড।

৩২১ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছে বাংলাদেশ। গতকাল সোমবার ( ৫ নভেম্বর) টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস কোনো উইকেট না হারিয়ে ২৬ রানে দিন শেষ করে টাইগাররা। লিটন দাস ২১ ও ইমরুল কায়েস ১৩ রানে অপরাজিত থাকেন। 

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত