ফারদিন হত্যা মামলায় জামিন পেলেন বুশরা
নিজস্ব সংবাদদাতা

ফাইল ফটো
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় কারাগারে থাকা তার বন্ধু আমাতুল্লাহ বুশরাকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (৮ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারিএ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহেসিন ইফতেখারের আদালতে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
গত ৩০ নভেম্বর বুশরার জামিনের আবেদন করেন তার আইনজীবী এ.কে.এম. হাবিবুর রহমান। সেই আবেদন গ্রহণ করে শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। ওইদিন শুনানি গ্রহণ করে আদেশের জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক।
প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর বুয়েটের ক্যাম্পাসে যাওয়ার কথা বলে ঢাকার ডেমরার বাসা থেকে বের হন ফারদিন নূর পরশ। ৫ নভেম্বর ফারদিনের পরিবার নিখোঁজের ডায়েরি করে রামপুরা থানায়। দুই দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
পরে ১০ নভেম্বর ফারদিনের মৃত্যুর ঘটনায় তার বাবা কাজী নূর উদ্দিন বন্ধু বুশরার নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই বুশরাকে গ্রেপ্তার করা হয়। ৫ দিন রিমান্ডের পর কারাগারে আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থী।
এদিকে ফারদিন হত্যা মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ দাবি করেছে, ফারদিন আত্মহত্যা করেছেন, খুন হননি। তার মৃত্যুর সঙ্গে বুশরার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সুতরাং আদালতে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা