ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ফর্মহীনতাই কাল হলো সৌম্যর?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ১৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

গত বৃহস্পতিবার ঘোষিত হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল। দলে একটি নতুন মুখের পাশাপাশি ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপের মাঝামাঝি সময়ে দলে অন্তর্ভুক্ত করা সৌম্য সরকারকে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দলে রাখা হয় নি। 

এশিয়া কাপের মূল যে দল ঘোষণা করা হয়েছিল সেখানে জায়গা পাননি সৌম্য সরকার। পরবর্তীতে তামিম ইকবালের ইনজুরিতেও দলে নতুন কাউকে অন্তর্ভুক্তির সংকেত দেয়নি নির্বাচক মণ্ডলী। কেননা দলে ছিলেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত ও লিটন দাসের ওপেনিংয়ে টানা ব্যর্থতা দেখে নির্বাচকরা তড়িঘড়ি করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যান ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে।

ইমরুল দুবাই থেকে আবুধাবি গিয়েও আফগানদের সঙ্গে বিপর্যয়ে পড়া দলকে ৭২ রানের অপরাজিত এক ইনিংস খেলে বাঁচান। সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন। কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই আচমকা এশিয়া কাপে অংশ নেয় তারা। পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকার খেললেও সেই ম্যাচে ব্যর্থ হন তিনি। যদিও বল হাতে দলের জয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৫ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ফাইনালে ভেঙে পড়া দলের শেষ কাণ্ডারি হিসেবে ৩৩ রান করে দলকে উপহার দিয়েছিলেন চ্যালেঞ্জ করার মতো একটি স্কোর। 

এশিয়া কাপে খেলার আগে সৌম্য সরকার তার শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে। এবারও আচমকা তাকে দলে জায়গা দিয়েও আবার তার পরের সিরিজে দল থেকে বাদ দেয়া হলো। অথচ এই সিরিজ সামনে রেখে তাকে খেলতে যেতে দেয়া হয় নি আফগানিস্তান প্রিমিয়ার লিগে।

জিম্বাবুয়ের সাথে সিরিজে ১৫ সদস্যের দলে কেন সৌম্য সরকারকে রাখা হয়নি এমন প্রশ্নে বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘সৌম্য অনেক দিন ধরে জাতীয় দলে খেলেছে। খেলোয়াড় হিসেবে সে এক কথায় তৈরি, শুধু ফর্মে নেই। এই অবস্থায় আমরা নতুন একজনকে সুযোগ দিতে চাই, তাই শান্তকে দলে রাখা হয়েছে’। 

আফগান লীগ খেলতে না দেয়া প্রসঙ্গে সুমন জানান, ‘ফর্মে ফিরতে টি-২০ খেলার চেয়ে চার দিনের ম্যাচ খেলা জরুরী। প্রথম শ্রেণির ক্রিকেটে রান পেলে সেটি ব্যাটসম্যানের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। তাই সেই লিগের বদলে জাতীয় লিগে খেলা সৌম্যর জন্য বেশি কাজে দেবে’।

সৌম্য সরকারের শেষ ৮ ওয়ানডে ইনিংসে নেই কোন অর্ধ শতক। সর্বশেষ ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তিনি। এই বাজে ফর্মের কারণেই দলে জায়গা হয়নি তার। ২০১৪ সালের ডিসেম্বরে এই জিম্বাবুয়ের সাথেই ওয়ানডে অভিষেক হয়েছিল সৌম্যর। এখন পর্যন্ত ৩৪ টি ওয়ানডে খেলে ১ শতক ও ৬ অর্ধ শতকে ১০০০ রান করেন সৌম্য।

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত