ফটিকছড়িতে সিগারেট ফোঁকায় ছাত্রীদের টিসি, অতপর বিয়ে
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ক্লাসে সিগারেট ফুকা, তারপরে শাস্তি। আর সেই শাস্তি বদলে দিয়েছে শিক্ষার্থীর জীবন। এ ছোট বয়সেই টানতে হচ্ছে সংসারের গ্লানি। আর ঠিক এমনই ঘটনা ঘটেছে পাঁচপুকুরিয়া এলাকার নাজিরহাট গার্লস স্কুলে। কেননা সে স্কুলে তিন শিক্ষার্থী সিগারেট ফুকার ঘটনায় তাদের স্কুল থেকে টিসি দেয়া হয়। আর তারপরেই তাদের থেকে একজনকে বিয়ে দেয় পরিবার। আর সমাজের চোখে সেটি বাল্যবিবাহ নামেই পরিচিত।
ঘটনাটি গত সেপ্টেম্বরের শেষের দিকের হলেও ছেপে গেছে স্কুলকর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই। জানা গেছে, ভিকটিমদের পরিবারকে বিষয়টি গোপন রাখার জন্য কড়াভাবে বলে দেয়া হয়েছে। ফলে কেউ এ ব্যাপারে আর মুখ খুলতে সাহস পাননি।
কয়েকদিন আগে বিষয়টি নজরে আসার পর স্থানীয়ভাবে যোগাযোগ করা হয়। এলাকাবসী থেকে স্কুলশিক্ষক সবার এক কথা-এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আবার কেউ বললেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি, কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই।
অনেক চেষ্টার করে বুধবার (৩১ অক্টোবর) দুপুরে এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় নাজিরহাট গার্লস স্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার দে-র সঙ্গে। তবে তার দাবি- তিন ছাত্রীকে টিসি দেয়া হয়নি। অভিভাবকরাই তাদের নিয়ে গেছে।
স্কুলে সিগারেট ফোঁকার বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘না না, তারা স্কুলে সিগারেট খায়নি। বাড়িতে খেয়েছে বলে শুনেছি।
বাড়িতে সিগারেট খেলে স্কুলের সমস্যা কী, আর স্কুলে সিগারেট ফুঁকলেই বা কেন টিসি দিতে হবে। অভিভাবকরা কেন সন্তানদের নিয়ে যাবেন- এসব প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, শুধু সিগারেট ফোঁকার বিষয় না, আরও অনেকগুলো বিষয় ছিল। একজনের কানের দুল আরেকজন বন্ধক দিয়েছে। তাদের নিয়ে স্কুলে সমস্যা হচ্ছে, তাই তাদের অভিভাবকদের স্কুলে ডেকে এনেছি। সবকিছু শোনার পর তারাই বললেন, আমরা গরিব মানুষ, এত ঝামেলা নিতে পারবো না। তাদের নিয়ে যাবো। আঁখির বাল্যবিয়ের বিষয়ে প্রধান শিক্ষকের জানা নেই বলে জানান।
স্কুল সংশ্লিষ্ট একটি সূত্রমতে, কুড়িয়ে পাওয়া একটি সিগারেট সেদিন ক্লাশের বিরতিতে ওই তিন ছাত্রী কৌতূহলবশত স্কুলক্যাম্পাসে ফুঁকছিল, যা অন্য সহপাঠীরা দেখে শিক্ষকদের অবহিত করে। এরপরই তাদের উপর নেমে আসে টিসির খড়গ। অভিযোগ রয়েছে, এক্ষেত্রে ভিকটিম এবং তাদের অভিভাবকদের কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি।
এদিকে স্কুল থেকে ঝরে পড়ার পর হতাশাগ্রস্ত আঁখির অভিভাবকরা সম্প্রতি তাকে বাল্যবিয়ে দিয়ে একপ্রকার দায়মুক্ত হওয়ার চেষ্টা করে। বাল্যবিয়ের শিকার আঁখিকে কোথায় পাত্রস্থ করা হয়েছে জানা যায়নি।
জানা যায়, তিনজনের একজনের বাড়ি স্থানীয় পাঁচপুকুরিয়া এলাকায় এবং অপর দুইজন বাইরের। বাবার কর্মসূত্রে নাজিরহাট এলাকায় বাসা ভাড়া করে থাকে।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন একুশে পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের টিসি না দিয়ে তাদের কাউন্সিলিং করা যেতো। বাচ্চারা না বুঝে হয়তো সিগারেট ফুঁকেছে, তাতেই এত বড় শাস্তি দেয়া উচিত হয়নি। সেই স্কুলটিতে ইউএনওকে পাঠাবো। এডিসি শিক্ষাকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলছি। বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা