প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
ঝালকাঠি প্রতিনিধি

ফাইল ছবি
ঝালকাঠির নলছিটিতে রাকিব হোসেন (১৭) নামের এক কলেজছাত্রকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার বেলা ১১টায় নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
রাকিব ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সে পৌরসভার নান্দিকাঠি এলাকার মাসুম হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাকিব ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করত। পরীক্ষার ফরম পূরণের জন্য সে গত রোববার ঢাকা থেকে বাড়িতে আসে।
এলাকার এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মো. নাফিউল নামের বহিরাগত এক যুবকের সঙ্গে রাকিবের বিরোধ দেখা দেয়। ১৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে নাফিউল দলবল নিয়ে রাকিবকে মারধর করে। সেদিন বিকেলে বিষয়টি মীমাংসা করে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেই স্বজনেরা মামলা করবেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাকিব কলেজে ঢুকলেই আকস্মিকভাবে তাকে আক্রমণ করা হয়। কলেজ কম্পাস থেকে মাঠের দূরত্ব বেশি হওয়ায় আমাদের কেউ বিষয়টি দেখেনি। ১৯ নভেম্বর যাদের সঙ্গে মীমাংসা করে দিয়েছিলাম, এর মধ্যে রাকিব ছিল কি না, আমার মনে নেই।’
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা