ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

প্রেম করলে নাকি ওজন বাড়ে?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ২৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

একটি প্রবাদ আছে, প্রেমে পড়লে মানুষ অল্প হলেও মিথ্যা বলে। কিন্তু প্রেমে পড়লে ওজন বাড়ে। অবাক করার মতো বিষয় নয় কী এটি। প্রেমের সঙ্গে ওজন বাড়ার কী সম্পর্ক। প্রশ্ন হচ্ছে কিভাবে। এর উত্তর দিয়েছে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইনসল্যান্ড ইউনিভারসিটি। সম্প্রতি প্রকাশিত তাদের এক গবেষণায় তারা এমন তথ্যই দিয়েছেন। 

প্রায় ১০ বছর গবেষণার পর সেন্ট্রাল কুইনসল্যান্ড ইউনিভারসিটির গবেষকরা।

নারী-পুরুষ নির্বিশেষে দেড় হাজার জন এই গবেষণায় অংশ নেয়। এর মধ্যে অনেকেই এককভাবে, অনেকেই আবার জুটিবব্ধ হয়ে অংশ নেয়। গবেষণার মূল বিষয় ছিল বিএমআই অর্থাৎ বডি মাস ইনডেক্স।

প্রেমে পড়ার পরে ওজন বৃদ্ধিও বেশ কয়েকটি ‘অজুহাত’ বা কারণের কথা জানা গিয়েছে প্রকাশিত খবরে। গবেষণায় বলা হয়েছে যে, পার্টনার পাওয়ার পরে অনেকেই নিজের ‘লুক’ সম্পর্কে খানিকটা উদাসীন হয়ে যায়। ভালোবাসার মানুষটির সঙ্গে বেশিরভাগ সময় কাটে ঘরে বসেই। বাইরে বেরুনোর আকর্ষণ কমে যায়। 

নিউজওয়ান২৪/এএস

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত