প্রস্তুতি ম্যাচ: ১ম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬/৩০৩
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
দুই দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে ৬ উইকেটে ৩০৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে সফররত ওয়েস্ট ইন্ডিজ।
রবিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয়রা। ম্যাচের শুরুতেই উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে বোল্ড করেন শফিউল ইসলাম।
দেখেশুনে ক্রিজ আগলে রেখে খেলেন কিরান পাওয়েল ও শাই হোপ। দ্বিতীয় উইকেটে ১৩৩ রানের শক্ত পার্টনারশিপ গড়েন তারা। ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় সাজানো ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় টপ স্কোরার শাই হোপকে। অপরপ্রান্তে ১৪২ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৭২ রান করেন পাওয়েল।
প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ১৪ রান নিয়ে রেমন রেইফার ও ১৮ রান নিয়ে ক্রিজে ছিলেন কেমো পল। বিসিবি একাদশের হয়ে প্রথম দিনে ১০৪ রানে দুই উইকেট শিকার করেন ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম। অন্যদিকে সৌম্য সরকার, ফজলে মাহমুদ, শফিউল ইসলাম ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন।
আগামী ২২ নভেম্বর একই স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ৩০ নভেম্বর ঢাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিলটন, শিমরন হেটমিয়ের, শাই হোপ, শেরমন লুইস, কেমো পল, কিরান পাওয়েল, রেমন রেইফার, কেমার রোচ এবং জোমেল ওয়ারিক্যান।
বিসিবি একাদশ: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হাসান, মিজানুর রহমান, ফজলে মাহমুদ, ইবাদাত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন ও রিশাদ হোসেন।
নিউজওয়ান২৪
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল