প্রসূতির অপারেশন করলেন ক্লিনিক মালিক, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে চিকিৎসক ও নার্স ছাড়াই এক প্রসূতিকে সিজারিয়ান অপারেশন করলেন ক্লিনিক মালিক। এতে ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়লে স্বামীর অভিযোগে ‘শান্তিলতা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর মালিক দেশবন্ধু বিশ্বাসকে (৫০) তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাহফুজুর রহমান এ সাজার আদেশ দেন।
সাজাপ্রাপ্ত দেশবন্ধু বিশ্বাসের বাড়ি কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামে।
ইউএনও এএসএম মাহফুজুর রহমান বলেন, ‘গত ৯ নভেম্বর কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ি গ্রামের বিধান হালদারের প্রসূতি স্ত্রী বিথী হালদারকে শান্তিলতা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভর্তি করা হয়। পরে চিকিৎসক এবং নার্স ছাড়াই ক্লিনিকের মালিক দেশবন্ধু প্রসূতি বিথী হালদারের সিজারিয়ান অপারেশন করেন। এরপর বিথী হালদার অসুস্থ হয়ে পড়লে তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বিধান হালদার ইউএনও’র কাছে একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় ওই ক্লিনিকের অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এএসএম মাহফুজুর রহমান বিথী মন্ডলের সিজারিয়ান অপারেশনের বিষয়ে ক্লিনিক মালিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন। তার ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকই সিজার করেছেন বলেন জানান দেশবন্ধু বিশ্বাষ।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল মোবাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি অপারেশন করেননি। এমনকি গত দুই মাসে তিনি কোটালীপাড়ার ওই ক্লিনিকে চেম্বার করনেনি।
পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ক্লিনিকের মালিক দেশবন্ধু বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে