ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

প্রশাসনের ‘গোপন বৈঠকের’ খবর দিলেন রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ২৪ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এক ‘গোপন বৈঠকের’ খবর দিয়ে প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তাদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

তিনি বলেন, প্রশাসন ও পুলিশের বিতর্কিত কর্মকর্তারা আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে করছে। প্রতিনিয়ত তাদের গোপন বৈঠক চলছে। গত ২০ নভেম্বর রাতে ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবের চার তলায় পেছনের কনফারেন্স রুমে এমনই এক বৈঠক হয় বলে দাবি করেন রিজভী।

তার দাবি, ওই বৈঠকে ইসি সচিবসহ বেশ কয়েকজন সচিব এবং র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বিএনপি এই নেতা বলেন, ‘বৈঠকে আরও বলা হয়, এরপর  থেকে এ ধরনের সভা খুব বেশি করা যাবে না, তবে কনসালটেশন করে কাজ করা হবে। এ ছাড়া উন্নয়ন প্রকল্প তদারকির নামে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণ করার লক্ষে আট জন আওয়ামী দলীয় কর্মকর্তা দিয়ে মনিটরিং সেল গঠন করে পুলিশ সদর দপ্তর।’

রিজভী বলেন, “আমাদের কাছে বিভিন্ন সূত্রে এই খবর এসেছে। রাত সাড়ে ৭টা থেকে আড়াই ঘণ্টার ওই বৈঠকে সারাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সেটআপ ও প্ল্যান রিভিউ করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, শরীফুল আলম, আবদুল আউয়াল খান, হারুনুর রশীদ, আশরাফউদ্দিন বকুল উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত