ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর পক্ষে দুই আসনের মনোনয়ন ফরম কিনলেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার সকাল শোয়া ১০টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কেনেন ওবায়দুল কাদের। তবে কোন কোন আসনের জন্য এগুলো সংগ্রহ করা হয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ স ম ফিরোজ।

তবে কোন আসনে কাকে মনোনয়ন দেয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রোববার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তাতে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফরম বিক্রি মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এছাড়া তাদের সঙ্গে আরো কয়েকজন সদস্য থাকবেন।

এবা‌র প্রতি‌ ফ‌রমের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৩০ হাজার টাকা। এতে গেল বারের চে‌য়ে পাঁচ হাজার টাকা বা‌ড়ানো হয়েছে।

এদিকে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার জন্য নির্বাচনী কার্যালয়ে সব প্রস্ততি আগেই সম্পন্ন করা হয়। এ লক্ষ্যে অফিস নতুন করে সাজানোও হয়।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত