প্রধানমন্ত্রী পদের দাবিদার মমতা, নাইডু অথবা মায়াবতী: শারদ পাওয়ার
নিউজওয়ান স্পেশাল ডেস্ক

শারদ পাওয়ার ফাইল ছবি
ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শারদ পাওয়ার বলেছেন, যদি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বী হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, অন্ধ্র প্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। শারদের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারতের চলমান জাতীয় নির্বাচনে এই তিনজন নেতা নিজ নিজ দলকে আরো আসনে জেতাতে কঠোর সংগ্রাম কর চলেছেন। তার মোদির বিকল্প প্রধানমন্ত্রীর তালিকায় অবশ্য কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর নাম নেই।
শারদ পাওয়ার স্পষ্ট করে এটাও বলেছেন যে, এবারের নির্বাচনে মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জেতার সম্ভাবনা নেই। তবে ওই পদে মমতা, নাইডু এবং মায়াবতীকে উত্তম বিকল্প মনে করেন তিনি। পাওয়ার এটাও জানান যে তিনি রাষ্ট্রের শীর্ষ ওই পদের দৌড়ে নেই।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শারদ পাওয়ার বলেন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি গুজরাতের মূখ্যমন্ত্রী ছিলেন। আমার মতে যেহেতু এনডিএ’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম, তাই মমতা ব্যানার্জী, চন্দ্রবাবু নাইডু এবং মায়াবতী প্রধানমন্ত্রী পদের জন্য উত্তম বিকল্প।
সাক্ষাৎকারে সাবেক কংগ্রেস নেতা শারদ পাওয়ার নাম বরাতে প্রকাশিত রাহুল গান্ধী সম্পর্কিত একটি বকত্ব্য খারিজ করে দেন যাতে কলা হয়েছিল যে প্রাধানমন্ত্রী হিসেবে তিনি মমতা, নাইডু ও মায়াবতীকে রাহুলের চেয়ে শ্রেয়ঃ মনে করেন। পাওয়ার এ প্রসঙ্গে আরো খোলাস করে বলেন যে কংগ্রেস প্রধান রাহুল একাধিকবার বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদারদের দলে নেই।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে এক অনুষ্ঠানে নাইডু বলেছিলেন যে প্রধানমন্ত্রী হওয়া না, তার লক্ষ্য হচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো।
নিউজওয়ান২৪.কম/টিএন
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন