ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

প্রধানমন্ত্রী ও কাদেরকে দুপুরে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ২৭ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দুপুরে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়াও তারা রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারকেও চিঠি দেবে বলে জানা গেছে।

শুক্রবার রাতে জোটের প্রধান ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এবং ওবায়দুল কাদেরের বাসায় চিঠি পৌঁছে দেয়া হবে।

চিঠিগুলো পৌঁছে দেয়ার দায়িত্ব পেয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম দুই নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর।

এ ব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, চিঠিতে মূলত নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে তাদের প্রতি আহ্বান থাকবে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত