প্যারিসে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত ১১০
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। কর্মকর্তারা জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১৭ জনসহ অন্তত ১১০ জন আহত হয়েছেন। এসময় ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
শনিবার বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড, জল কামান ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। এসময় অন্তত ২৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।
প্রায় তিন সপ্তাহ ধরে গোটা ফ্রান্সজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এরই পরিপ্রেক্ষিতে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত ‘ইয়েলো ভেস্ট’ পরে অংশগ্রহণ নিচ্ছে প্রতিবাদকারীরা। ফলে প্রতিবাদটি ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন হিসেবে পরিচিতি পেয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে চরম ডানপন্থি ও চরম বামপন্থি গোষ্ঠীগুলোর সহিংস কর্মীরা অনুপ্রবেশ করেছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ জানিয়েছেন, শনিবার ফ্রান্সজুড়ে অন্তত ৩৬ হাজার প্রতিবাদকারী ও প্যারিসে অন্তত সাড়ে ৫ হাজার প্রতিবাদকারী রাস্তায় নেমেছিল। দেশজুড়ে অন্তত ৫৮২টি সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল বলে দাবি পুলিশের।
তবে বিক্ষোভ প্রকট আকার ধারণ করলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন না।
গত ১২ মাসে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়। যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে এখনো অনেক গাড়ি চলে ডিজেল পুড়িয়ে।
নিউজওয়ান২৪/জেডএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন