ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

পেসারহীন টেস্ট: ’৬৭ সালের পর এবার টাইগারদের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৩০ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে কোন পেসার ছাড়াই একাদশ সাজিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে মুস্তাফিজুর রহমান পেসার হিসেবে খেললেও মাত্র ৪ ওভার বল করেছিলেন তিনি। ক্যারিবীয়দের দুই ইনিংসের ২০ উইকেটই নিয়েছিলেন টাইগারদের চার স্পিনার। বাংলাদেশ পেয়েছিল দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সিরিজের দ্বিতীয় টেস্টে ঢাকায়ও স্পিনিং উইকেটের ইঙ্গিত দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আজ একাদশে দেখা গেল তার প্রতিচ্ছবি। প্রথম বারের মতো টেস্টে কোন পেসার ছাড়াই খেলছে বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে পেসার ছাড়া কোন দল মাঠে নেমেছিল একবার। অধিনায়ক মনসুর আলী খান পাতৌদির নেতৃত্বে ১৯৬৭ সালে বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চার স্পিনার নিয়ে খেলতে নেমেছিল ভারত। একাদশে কোনো স্পেশালিস্ট পেসার ছিল না। চার স্পিনার ভগবত চন্দ্রশেখর, বিষেণ সিং বেদি, এরাপাল্লি প্রসন্ন ও শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন সেই ম্যাচে খেলেছিলেন।

বাংলাদেশ দলের চার স্পিনার  অধিনায়ক সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও চট্টগ্রামে অভিষেক হওয়া নাঈম হাসান। যদিও বাংলাদেশ দলে আছেন পার্ট টাইম পেসার সৌম্য সরকার।  যা বিশ্ব ক্রিকেটে টাইগারদের আরেকটি রেকর্ড।

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত