ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

পুলিশের ওপর হামলার উস্কানি, ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০, ১৭ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়া-৪ আসনে পুলিশের ওপর হামলা চালাতে তাতী দলের এক নেতাকে উস্কানি দিয়েছেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। ‍কুমারখালীর তাতী দল নেতা নূর ইসলামকে টেলিফোনে তিনি বলেন ‘প্রয়োজনে পুলিশের ওপর হামলা চালাতে হবে’।

কুষ্টিয়া তাতী দল নেতা ও বিএনপি প্রার্থীর ওই ফোনালাপ ফাঁস হয়েছে। নিউজওয়ান২৪ এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

নূর ইসলাম: আসসালামু আলাইকুম...

সৈয়দ মেহেদী আহমেদ: হ্যালো, আসসালামু আলাইকুম...

নূর ইসলাম: ভাই কী খবর? আমরা কি থাকতি পারবানে দেশে?

সৈয়দ মেহেদী আহমেদ: ভয় পায়েন না। আমরা আছি আপনার সাথে, বোঝলেন...!

নূর ইসলাম: ধৈর্যের বাধ ভাঙে যাচ্ছে তো, কতদূর কী করবো?

সৈয়দ মেহেদী আহমেদ: ধৈর্যের বাধ ভাঙে গেলি বসান দুয়েকটা...। দুয়েকটা বসান, অসুবিধা কী? মাইরে ঠ্যাং-ঠুং ভাঙে দেন। পুলিশ আসলি কী হবি? পুলিশিরও বসাবেন দরকার হয়। অসুবিধা কী...? আপনাদের সাথে বসার দরকার নেই। দূরে থাকেন। কাউকে একটু বসান।

নূর ইসলাম: ওই যে আবার ধরে নিয়ে যাবেনে...

সৈয়দ মেহেদী আহমেদ: তোমাদের (পুলিশের) সাথে আমাদের কোনো ঝগড়া নাই। তোমরা দূরে থাকো, আমরা একটু বসাই নি, বললিই (পুলিশকে) হয়ে গেল...।

নূর ইসলাম: ধরে নিয়ে গেলি বের করতে পারবেনে তো?

সৈয়দ মেহেদী আহমেদ: কার বের করলাম না? অনেক লোকই তো ভেতরে ছিল..! সব লোকের-ই তো বের করে দিছি।

নূর ইসলাম: আচ্ছা ঠিক আছে, দেখতিছি তালি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত