পুকুর দখলে দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
সিলেট প্রতিনিধি

ফাইল ছবি
হবিগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোহারুয়া গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তারা হলেন-সাজিদ মিয়া, নসর উদ্দীন, লিটন মিয়া, মর্তুজ আলী, জাকারিয়া, সাজিদ মিয়া, রাজু মিয়া, আল আমিন, ফারুক মিয়া, অলি মিয়া, মোতাহির, মনির মিয়া, নোমান মিয়া ও আব্দুল কাইয়ুম।
এছাড়া সিদ্দিক মিয়া, বজলু, আহাদ আলী, গেদু মিয়া, ইউনুছ মিয়া , আফতাব আলী, সিরাজ মিয়া, আব্দুল্লাহ, মানিক মিয়া, রায়হান, রুবাইব, দেলোয়ার হোসেন, আব্দুল হক, জয়নাল মিয়া, ফয়সল, মহিবুর রহমান, জামাল আহমেদ, রাজন মিয়া, আফরোজ, সাজেদুর রহমান, আবিদ মিয়া, মোস্তফা, জসিম, বাবুল মিয়া, এনামুল, সবুজ মিয়া, বিংরাজ মিয়া, সবুজ মিয়া, শফিক আহমেদ, ফরিদ মিয়া, পুলিশ সদস্য এসআই সজিব, এসআই রহিম, কনস্টেবল রাজু ও রাজিবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোহারুয়া গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল আহাদের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি জায়গার ওপর অবস্থিত একটি পুকুরের দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪৮ রাউন্ড শর্টগানের গুলি ও ১৩ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা