ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পিলখানার ভেতরে শিক্ষকের বাসায় গৃহকর্মীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ১১ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের এক নারী শিক্ষকের বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নামু লাইলি বেগম (১৬)। সে পিলখানার ভেতরে ওই শিক্ষকের বাসায় গৃহকর্মীর কাজ করত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ফারজানা ইসলাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক। এ ঘটনায় তার নামে মামলার প্রস্তুতি চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুর বিশ্বাস মুকুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিউমার্কেট থানার এসআই চাঁপা সুলতানা বলেন, ফারজানা ইসলাম পুলিশ হেফাজতে আছেন। কিশোরীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত