ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

পিএসএলের ফাইনাল খেলছেন না আফ্রিদি

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ৪ মার্চ ২০১৭  

পাকিস্তান সুপার লিগ-পিএসএলের ফাইনাল রোববার লাহোরে অনুষ্ঠিত হবে। ম্যাচকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তৃতীয় কোয়ালিফাইং ম্যাচে করাচি কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।

ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে পেশোয়ার ভক্তদের জন্য দুঃসংবাদ হল ফাইনাল ম্যাচে তাদের মারকুটে ব্যাটসম্যান শহিদ আফ্রিদি খেলতে পারবেন না।

এবারের আসরে কয়েকটি ম্যাচে দারুণ ব্যাট করেছেন আফ্রিদি। ম্যাচজয়ী কিছু দুর্দান্ত ইনিংস ছিল তার। তবে তৃতীয় কোয়ালিফাইং ম্যাচে করাচির বিপক্ষে খেলতে গিয়ে হাতে ব্যথা পান আফ্রিদি।

এক ভিডিও বার্তায় আফ্রিদি জানিয়েছেন, চিকিৎসকরা তাকে ১০ দিন বিশ্রাম নিতে বলেছেন। তাই পিএসএলের ফাইনাল খেলতে পারবেন না আফ্রিদি।

লাহোরে ফাইনাল আয়োজন করায় সেখানে বিদেশী ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয় দেখা দেয়। তবে আফ্রিদি বিদেশী খেলোয়াড়দের লাহোরে খেলতে যাওয়ার অনুরোধও করেন।

কিন্তু ভাগ্যের কারণে তিনি নিজেই ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না।

আফ্রিদি বলেন, লাহোরে আমার দেশের ক্রিকেট সমর্থকদের সামনে ফাইনাল ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু এখানে যা ঘটে গিয়েছে যেটা আমার হাতে কিংবা অন্য কারও হাতে নেই।

নিউজওয়ান২৪.কম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত