ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

পানছড়িতে অস্ত্রসহ ২ ইউপিডিএফ সদস্য আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:০৪, ১৮ এপ্রিল ২০১৬   আপডেট: ১২:৫৭, ১৯ এপ্রিল ২০১৬

ঢাকা: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির জেলার পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি দেশীয় বন্দুক (এলজি) সহ দু’জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা ১ নং লোগাং ইউপির জগপাড়া গ্রামের মৃত বীরেন্দ্র চাকমার ছেলে রূপান্ত চাকমা (৩০) ও দুধুকছড়ি সূর্যচন্দ্রপাড়া গ্রামের মৃত প্রমথ চন্দ্র চাকমার ছেলে হেমন্ত চাকমা (৩২)।

তারা স্থানীয় একটি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসী গ্রুপের সদস্য হিসাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলো বলে জানিয়েছে বিজিবি।

২০ বিজিবি ব্যাটালিয়য়নের পানছড়ি ক্যাম্প সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে লোগাং বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে রূপান্ত চাকমাকে আটক করা হয়। লোগাং ক্যাম্পে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে নায়েব সুবেদার জুলফিকার আলীর নেতৃত্বে লেন্ডিয়াপাড়ার মনিপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত চক্রের কয়েকজন পালিয়ে গেলেও হেমন্ত চাকমা আটক হয়। এসময় তার কোমর থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

আটকদের দেওয়া তথ্যর ভিত্তিতে বিজিবি সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে মামলা দায়েরপূর্বক রূপান্ত ও হেমন্তকে পানছড়ি থানায় সোপর্দ করা হয়।

নিউজওয়ান২৪.কম/এসএল

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত