পাঁচ মাস পর ইয়াবা ব্যবসায়ী আটক
নিউজ ডেস্ক
ফাইল ছবি
রাজধানীর শনির আখড়া থেকে পাঁচ মাস ধরে পলাতক ইয়াবা ব্যবসায়ী মো. শাহেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার কদমতলীর শনির আখড়ার ২৪ ফুট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পিবিআই এর ঢাকা মেট্রোর একটি দল।
পিবিআই জানায়, পুরান ঢাকার বংশালের ওসমান গণি রোডে তার বাড়ি। কক্সবাজার থেকে ইয়াবার চালান রাজধানীতে আনার পর তিনি নিজস্ব লোক দিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। কক্সবাজার থেকে বাসচালক ও হেলপারের মাধ্যমে ইয়াবার চালান ঢাকায় আনতেন। গেল ১ মে ঢাকা-কক্সবাজার সড়কের রয়েল পরিবহনের একটি বাসের চালক মনির হোসেন ও তার সহকারী নবীন হোসেনকে দিয়ে ৫৯ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা ঢাকায় এনেছিলেন শাহেদ।
পিবিআই আরো জানায়, ইয়াবার চালানটি হস্তান্তরের সময় মনির ও নবীন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) হাতে আটক হন। কিন্তু শাহেদ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই ঘটনায় সিটিটিসির পরিদর্শক আবুল বাশার যাত্রাবাড়ী থানায় মামলা করেন। তদন্তের পর আদালতে ২৮ জুন অভিযোগপত্র দাখিল করা হয়। ঘটনায় জড়িত পলাতক মুল আসামীদের গ্রেফতারের জন্য আদালত স্ব-প্রণোদিত আদেশ দেন। পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।
পরে পিবিআইয়ের এসআই মো. ফরিদ উদ্দিন মামলার তদন্ত শুরু করেন। পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় বিভিন্ন তথ্য পাওয়ার পর শাহেদকে শনির আখরা থেকে গ্রেফতার করা হয়।
পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ এসপি আবুল কালাম আজাদ বলেন, রয়েল পরিবহনের মনির ও নবীনকে দিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীতে ইয়াবা আনতেন শাহেদ। কক্সবাজারের টেকনাফের আবদুল্লাহ নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবার চালান সংগ্রহ করতেন। রাজধানীতে শাহেদের নিয়ন্ত্রণে থাকা কিছু মাদক ব্যবসায়ী ইয়াবাগুলো বিক্রি করত।
নিউজওয়ান২৪/জেডএস
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে