ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পবিত্র ‘মূর্তি’তে দরকার ‘অশুচি’ মাটির, কেন?

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১২:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্রতা, শুভ্রতার প্রতিমূর্তি ‘মা দুর্গা’। তার মূর্তি তৈরিতে দরকার হয় অশুচি, অপবিত্র এলাকার মাটি৷ গাভীর মূত্র, গোবর, ধানের শিস, পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধপল্লীর মাটির মিশ্রণে তৈরি হয় এই দেবীমূর্তি৷ কিন্তু এই অবয়বে কেন তৈরী হয় মূর্তি?

পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বীরাঙ্গনার সঙ্গে সঙ্গমে ঘনিষ্ঠ হন, তখন তিনি জীবনে সঞ্চিত সমস্ত পুণ্য সেখানেই রেখে আসেন৷ আর সংগ্রহ করেন অজস্র পাপ৷

অনেকেই বিশ্বাস করেন, মানুষের মধ্যে যে কামনা, বাসনা, লালসার বাস। পতিতারা ওই সময় তা নিজেদের মধ্যে নিয়ে নেন। তারা নিজেদের অশুদ্ধ, অপবিত্র করে সমাজকে পরিশুদ্ধি রাখতে চান। ফলে হাজার হাজার পুরুষের পুণ্যে বেশ্যাদ্বারের মাটি হয়ে ওঠে পবিত্র৷

সে কারণেই এই মাটি দিয়ে গড়ে উঠে দেবী মূর্তি৷ এহেন কর্মে বোঝা যায়, নারী মায়ের জাতি। তাদের গর্ভে পুরুষের জন্ম। আর সেই নারীকে পতিতা বানায় পুরুষরাই। তাই তারাই অপবিত্র।

মায়ের প্রতিমা তৈরীতে পতিতালয়ের মাটি দিতে হয়, মূলত তাদের সন্মান করতে। তাদের বিশ্বাস, নারী কখনোই অপবিত্র হতে পারে না এই ধারণাটি লুকিয়ে থাকে এই রীতিতে৷

এদিকে, শরৎকালে হয় দেবীর অকালবোধন৷ এই সময় মহামায়া ৯টি রূপে পূজিত হন৷ নবম রূপটিই আসলে পতিতালয়ের প্রতিনিধি৷ যার ফলে এ রীতির জন্ম হয়েছে৷

নিউজওয়ান২৪/জেডএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত