ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পবিত্র কোরআন-সুন্নাহর আমলে দাঁতের ব্যথা উপশম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২১ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

মানুষের শরীরে ব্যথা-বেদনার মধ্যে দাঁতের ব্যথা মারাত্মক। দাঁতের ব্যথা মানুষের মস্তিষ্কে আঘাত করে। যা সহ্য করা অনেক কঠিন। আর শীতকালে দাঁতের ব্যথার প্রকোপ বেড়ে যায়। 

পবিত্র কোরআন-সুন্নাহর আমলে দাঁতের ব্যথা উপশম হয়।

যারা প্রত্যেক নামাজের সময় নিয়মিত মেসওয়াক করে তাদের দাঁতের যাবতীয় রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকে। দাঁতের ব্যথামুক্ত থাকতে পবিত্র কোরআনের একটি আমলও রয়েছে।

যারা পবিত্র কোরআনুল কারিমের এ আয়াতটি পড়বে তাদের দাঁতের ব্যথা থাকবে না। আয়াতটি হলো-

আরবি:    قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

উচ্চারণ : কুল হুয়াল্লাজি আংশাআকুম ওয়া ঝাআলালাকুমুস সাম্‌আ ওয়াল আব্‌ছারা ওয়াল আফয়িদাতা ক্বালিলাম্মা তাশকুরুন।’ (সূরা মুলক : আয়াত ২৩)

অর্থ: বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে এ আয়াতের আমল করার মাধ্যমে দাঁতের ব্যথা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ