ঢাকা, ০৬ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

‘পদ্মা সেতু শেখ হাসিনার আরেকটি বিজয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ১০ জুন ২০২২  

ফাইল ফটো

ফাইল ফটো


পদ্মা সেতু শেখ হাসিনার আরেকটি বিজয় বলে উল্লেখ করেছেন, আওয়মী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (১০ জুন) রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অঙ্গ সংগঠনের নেতাদের মতবিনিময় সভা শেষে নানক একথা বলেন।

নানক আরো বলেন, আন্তর্জাতিক চক্রান্তকে পরাজিত করে পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনার আরেকটি বিজয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে জনসমাগম হবে ১০ লাখের বেশি।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ থেকেও অনেকে চলে এসেছেন। তবে কত লাখ লোক হবে বোঝা যাচ্ছে না। তবে এবারের জনসমাগম জনসমুদ্রে পরিণত হবে।

নিউজওয়ান২৪.কম/রাজ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত