পদত্যাগ করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার
বিশ্ব সংবাদ ডেস্ক
নিকোলা স্টার্জেন
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার হঠাৎ করেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। দীর্ঘ ৮ বছর তিনি স্কটিশ সরকারের নেতৃত্ব দিয়েছেন।
এডিনবরায় বুধবার এক সংবাদ সম্মেলনে স্টারজন বলেন, ‘গভীর এবং দীর্ঘমেয়াদি মূল্যায়ন থেকে পদত্যাগের সিদ্ধান্ত এসেছে। অনেকের কাছে এই ঘোষণা আকস্মিক মনে হতে পারে। তবে আমি গত কয়েক সপ্তাহ ধরে নিজের মনের সঙ্গে লড়াই করে এমন সিদ্ধান্তে আসতে পেরেছি।’ স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা স্টারজন কোনো উত্তরসূরি ঠিক করেননি। সে কারণে নতুন উত্তরসূরি না আসা পর্যন্ত ফার্স্ট মিনিস্টারের কাজ করে যাবেন স্টারজন।
আল-জাজিরা জানায়, ৫২ বছর বয়সী স্টারজন প্রায় এক দশকের কাছাকাছি স্কটল্যান্ডের রাজনীতিতে দাপটের সঙ্গে ছিলেন। ২০১৪ সালে যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডে স্বাধীনতার দাবিতে আন্দোলনের জোয়ারের সময় এসএনপির নেতৃত্বে আসেন স্টারজন । অবশ্য ওই বছরের গণভোটে ৫৫ শতাংশ ভোটার যুক্তরাজ্যে থাকার পক্ষে রায় দেন। ২০১৫ সালে যুক্তরাজ্যের নির্বাচনে স্টারজনের নেতৃত্বে এসএনপি ব্যাপক সফলতা পায়। স্কটল্যান্ডের ৫৯ আসনের মধ্যে এসএনপি পায় ৫৬ আসন। এর মাধ্যমে এসএনপি যুক্তরাজ্যে তৃতীয় বৃহত্তম দলের মর্যাদা পায়।
স্টারজনের পদত্যাগের ঘোষণায় ‘খুবই বিস্মিত এবং হতাশ’ হওয়ার কথা জানান স্কটিশ ন্যাশনাল পার্টির সাবেক এমপি স্টেফেন গেথিন্স । তিনি বলেন, ‘স্টারজন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্কটল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। এটা খুবই কঠিন কাজ। এমন দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত চাপে থাকতে হয়।’
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন