পঞ্চগড়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ১০
পঞ্চগড় প্রতিনিধি

ফাইল ছবি
পঞ্চগড় সদর উপজেলার দশমাইলে বিদ্যুতের পোলবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পঞ্চগড়-তেতুলিয়া রোডের দশমাইল নামক বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাভলী (২৯), লাভলীর ছেলে ইয়াসিন (৭), রেজাউল (২২), ফরিদ (২৮), অনিত্য (২০), রাসেল (২৭), লায়লা (২৫), লুৎফর (২০), মোজাম্মেল (৩৮) ও মনির (১০)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পঞ্চগড় থেকে ভাইবোন নামের একটি যাত্রী বোঝাই বাস তেঁতুলিয়া যাচ্ছিলো। পথিমধ্যে দশমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক পোল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই বাসটি সম্পূর্ণরুপে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৪ জন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর এক শিশু ও তার মাসহ চারজন মারা যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সার্জারি বিভাগের ডা. আমির হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় ২৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে এক শিশু ও তার মা রয়েছে। বাকিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা