পগবাকে টানতে মরিয়া রিয়াল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
মাঝমাঠকে আরো শক্তিশালি করতে অনেকদিন ধরেই পল পগবাকে চাইছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার তাকে টানতে মরিয়া হয়ে উঠেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। এমনটাই জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম।
পগবাকে টানতে রিয়ালকে গুনতে হবে ১২০ মিলিয়ন ইউরো। যে কারণে ব্যাপারটি নিয়ে একটু হলেও চিন্তিত বার্নাব্যুর ক্লাব কতৃপক্ষ।
রিয়াল মাদ্রিদের নজর পগবার উপর রয়েছে তা আগাম বুঝতে পেরেই, তড়িঘড়ি ফরাসি এ ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়নে তৎপর হয়ে উঠেছে ম্যানইউ। যদিও রিয়াল মাদ্রিদের শীর্ষ কর্তারা আশাবাদী, পগবা ও তার এজেন্ট মিনো রাইয়োলাই ধীরে ধীরে রাস্তা বানাবেন ইংল্যান্ড ছেড়ে স্পেনের ক্লাবে খেলার জন্য।
এদিকে স্পেনের সংবাদমাধ্যমের একটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে পগবাই নাকি তার এজেন্টকে ডেকে বলেছেন, আগামী মৌসুমে ম্যানইউ ছাড়তে চান। এরপর সংবাদমাধ্যমে পগবা বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফুটবল ক্লাব। সেখানে খেলা যে কোনও ফুটবলারেরর কাছেই একটা স্বপ্ন। তা ছাড়া, রিয়াল মাদ্রিদে রয়েছেন জ়িনেদিন জিদানের মতো বিখ্যাত কোচ। আন্তর্জাতিক ফুটবল দুনিয়ায় সব ফুটবলারই জিদানের তত্ত্বাবধানে খেলতে চায় নতুন কিছু শিখতে পারবে বলে। এই মুহূর্তে ইউনাইটেডে আমি ভালই রয়েছি। কিন্তু ফুটবলে কখন কী হয়, সেই ভবিষ্যৎ কে বলতে পারে?’
পগবার মন্তব্য শোনার পরই তাকে দলে টানতে আরও বেশি আগ্রহী হয়েছে রিয়াল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে কতৃপক্ষকে জানিয়েছেন দলটির কোচ জিনেদিন জিদান, ‘পগবাকে ব্যক্তিগত ভাবে জানি। আমার পছন্দের ফুটবলারদের মধ্যে একজন ফুটবলার ও। কারণ, পগবা সম্পূর্ণ অন্য মানের ফুটবলার। দলের জন্য প্রচুর খাটতে পারে। তাছাড়া মাঝমাঠে আক্রমণ গড়ার পাশাপাশি, প্রতিপক্ষের আক্রমণও ভাঙতে পারে ও। ওর মতো ফুটবলার এই মুহূর্তে খুব কমই রয়েছে।’
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল