ন্যাটো অনেক আগেই ভেঙে ফেলা উচিত ছিল: জাট্রাস
বিশ্ব সংবাদ ডেস্ক

জেমস জর্জ জাট্রাস- ফাইল ফটো
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সেকেলে এবং অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটের নীতি বিষয়ক সাবেক উপদেষ্টা এবং কূটনীতিক জেমস জর্জ জাট্রাস। তিনি আরো বলেন, কয়েক দশক আগেই এটি ভেঙে ফেলা উচিত ছিল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এ তথ্য প্রকাশ করেছে বলে জানা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) প্রতি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির নাগরিকদের আস্থা ও বিশ্বাস কমে গেছে। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানিতে ন্যাটোর প্রতি অন্তত ১০ ভাগ জন সমর্থন কমে গেছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ন্যাটোকে একটি বাতিল সংস্থা হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া এ সংস্থা সামরিক বাজেট বৃদ্ধিতে ব্যর্থ হওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর কড়া সমালোচনা করে আসছিলেন তিনি। ন্যাটোর সদস্য দেশগুলোর মোট জিডিপির ২ ভাগ এ সংস্থায় ব্যয় করার কথা বলা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র তার জিডিপির ৪ ভাগ ব্যয় করছে।
মঙ্গলবার ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জাট্রাস বলেন, ২০১৬ সালে ন্যাটোর কোনো কার্যকারিতা নেই এবং এটি পুরোনো হয়ে গেছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন সেটি সঠিক ছিল। তিনি আরো বলেন, ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে কোনো সামরিক হুমকি নেই। এছাড়া ন্যাটোর প্রয়োজনীয়তা আছে কিনা এবং যুক্তরাষ্ট্রের কেন এ সংস্থায় থাকা উচিত সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন জাট্রাস।
সূত্র- প্রেস টিভি, পার্সটুডে
নিউজওয়ান২৪.কম/এমজেড
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন