ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

‘নৌকায় ভোট দিয়ে আবারো দেশ সেবার সুযোগ দিন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ২৩ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রোববার রংপুরের তারাগঞ্জে প্রথম সমাবেশে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেসময় নৌকায় ভোট চেয়ে আবারো দেশ সেবার সুযোগ চেয়েছেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সকাল সাড়ে ১১টার দিকে পৌঁছান। সেখান থেকে তারাগঞ্জে যোগ দেন তিনি।

এরপর দুপুরে শেখ হাসিনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ও জেলার বিভিন্ন নির্বাচনি এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, আগামীকাল সকাল ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশ নেয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত