ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধারে হাতি!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১৫ আগস্ট ২০১৭  

হিমালয়কন্যা নেপালের কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পটে বন্যার পানিতে আটকে পর্যটকদের উদ্ধারে হাতি ও ভেলা ব্যবহার করছে নেপালের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিবিসির খবরে জানা যায়, দক্ষিণাঞ্চলীয় চিতওয়ান জেলার সৌরাহা এলাকার হোটেল ও রিসোর্টগুলো বন্যায় ডুবে গেছে। ব্যাপক মৌসুমী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে নেপালে। নিমগ্ন ও অর্ধনিমগ্ন হোটেল ও রিসোর্টগুলোতে বেশিরভাগ বিদেশি পর্যটক আটকা পড়েছেন। অন্তত ৫ শতাধিক পর্যটক হবে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিধসের ফলে বিভিন্ন রাস্তা ও ব্রিজ ভেঙ্গে গেছে। পর্যটকদের উদ্ধারে তাই নামানো হয়েছে ডজনখানেক হাতি ও পানিতে ভাসমান ভেলা।

দ্য রেড ক্রস জানিয়েছে যে অন্তত এক লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। বন্যা ও ভূমিধসের ফলে সারাদেশে অন্তত ৪৯ জন মারা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা সরকারী কর্মকর্তাদের। কারণ কমপক্ষে ১৭ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

নিউজওয়ান২৪.কম

 

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত