নেতৃত্ব ছাড়ছেন অ্যাঙ্গেলা মেরকেল
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় সবার উপরে আছেন জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেল। সম্প্রতি এক নির্বাচনে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানির (সিডিইউ) ভরাডুবির পর দলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার জার্মানির হেজ প্রদেশের নির্বাচনের ফলাফলে তার নেতৃত্বাধীন জোট হতাশাজনক ভাবে তলানিতে থাকার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলেন মেরকেল। তার এ সিদ্ধান্তের মাধ্যমে হয়তো জোট নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন হতে পারে। তাই বাধ্যতামূলক জার্মানিতে নতুন একটি সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে।
মেরকেল সাংবাদিকদের বলেন, ‘এটা খুব ঝুঁকিপূর্ণ উদ্যোগ, এ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না।’ এ সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই নিয়েছেন এবং ২০২১ সালের মধ্যে রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান বলে জানান তিনি।
হেজ প্রদেশে গত নির্বাচনের তুলনায় মেরকেল নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট প্রায় ১০ শতাংশ ভোট কম পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এ নির্বাচনের পর জনপ্রিয়তার ধস নামার ইঙ্গিত পেয়েই মেরকেল নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
অ্যাঙ্গেলা মেরকেল ২০০০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানির নেতৃত্ব দিচ্ছেন। ২০০৫ সালে তিনি প্রথমবার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। দলের নেতৃত্ব ছাড়লেও মেয়াদ শেষ করেই চ্যাঞ্চেলরের পদ ছাড়বেন বলে জানান তিনি।
নিউজওয়ান২৪/এমএম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন