নেই হোল্ডার...
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
খবরটা বাংলাদেশ দলের জন্য যতটা স্বস্তির। ততটাই চিন্তার ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারছেন না জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সদ্য সমাপ্ত ভারত সিরিজেই ইনজুরি অনুভব করেন। এবার তাকে থাকতে হবে দলের বাইরে। তার যে ইনজুরি মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে তার। আর তাই আগামী ২২ নভেম্বর শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের দলে তার না থাকাটা নিশ্চিত।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জন গ্রেভ বাংলাদেশ সফরে জেসন হোল্ডারকে না পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, 'তার ইনজুরি ধরা পড়েছে। ফিজিওথেরাপি নিতে হবে হোল্ডারের। আগামী নভেম্বর-ডিসেম্বরের ওই সময়টায় পুনবাসনের মধ্যে থাকতে হবে তাকে। তার ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।'
হোল্ডারকে যদি বাংলাদেশ সিরিজে খেলানো হয় তবে তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেশটির ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা সেই শঙ্কার কথা উল্লেখ করে বলেন, 'তার যে ইনজুরি আছে তা আরও বেড়ে যেতে পারে। এমনকি তার ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। আর সেজন্য আমরা তাকে বাংলাদেশ সফরে না গিয়ে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছি।'
ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। দুটি টেস্ট সিরিজ দিয়ে আগামী ২২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ। এরপর বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। ওই সফরে আসতে না পারায় হতাশার কথা প্রকাশ করেন হোল্ডার।
তিনি বলেন, 'বাংলাদেশ সফরে অংশ নিতে না পারায় আমি সত্যি খুব হতাশ। তবে আমার ইনজুরির জন্য দলের চিকিৎসকদের পরামর্শ নেওয়াই ভালো হবে বলে মনে করছি। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব চলার সময় থেকে আমি এই কাঁধের ইনজুরিতে ভুগছি। আমি ওই ইনজুরি সামলে খেলে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন ব্যর্থা বেশি হচ্ছে। আর তাই এর সমাধান করা দরকার।'
ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামের এম আজিম স্টেডিয়ামে একটি অনুশীলন ম্যাচ খেলবে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ঢাকায় ৯ ও ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দুটি ম্যাচ হবে। এরপর ১৪ তারিখে বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। টি২০ সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর সিলেটেই। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই টি২০ ম্যাচ।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল