ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

নীরবে করোনা রোগীদের পাশে অক্ষয়

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ২৬ এপ্রিল ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে করোনার থাবা বসাতেই অক্ষয় কুমারের মানবিক দিকটির প্রমাণ পেয়েছিলো। করোনা মোকাবিলার জন্য তৈরি পিএম কেয়ার্স ফান্ডে বিপুল অর্থ দান করেছিলেন তিনি। বছর ঘুরে আবারো মারণ ভাইরাস নতুন করে চোখ রাঙাচ্ছে। প্রতিদিনই অতীতের সমস্ত রেকর্ড ভাঙছে দৈনিক সংক্রমণের গ্রাফ। 

এমন পরিস্থিতিতে আবারো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের খিলাড়ি কুমার। এবার গৌতম গম্ভীর ফাউন্ডেশনে করোনা রোগীদের জন্য মোটা অংকের আর্থিক সাহায্য করলেন তিনি।

সম্প্রতি টুইট করে অক্ষয়ের অনুদানের কথা জানান গম্ভীর। করোনা রোগীদের দেখভালের জন্য মূলত কাজ করে প্রাক্তন ভারতীয় ওপেনারের চ্যারিটি প্রতিষ্ঠান গৌতম গম্ভীর ফাউন্ডেশন। গরীব দুস্থ কোভিড আক্রান্তদের খাওয়া-দাওয়া, অক্সিজেন থেকে ওষুধের জোগান, সবই করা হয় এখানে। আর এই সংস্থার জন্যই ১ কোটি টাকা দান করেছেন বলিউড সুপারস্টার। 

অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গম্ভীর লেখেন, বিষাদের মধ্যে প্রতিটি ইতিবাচক পদক্ষেপই আশার আলো জোগায়। খাদ্য সামগ্রী, অক্সিজেন ও ওষুধ কেনার জন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে ১ কোটি টাকা অর্থ সাহায্য করায় অক্ষয় কুমারকে অনেক ধন্যবাদ। 

এই টুইটের জবাবও দিয়েছেন আক্কি। লিখেছেন, দেশের এমন কঠিন পরিস্থিতিতে সাধ্যমতো সাহায্য করতে পেরে তিনি খুশি।