নিয়মিত ব্যবহার প্রয়োজন পার্টটাইমারদের?
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলে নিয়মিত বোলার ছাড়াও আছেন কয়েকজন পার্টটাইমার। নিয়মিত সিরিজ খেলছেন তাদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার অন্যতম। বিশ্বের বড় বড় দলগুলো যেখানে ম্যাচের অবস্থা বুঝে পার্টটাইম বোলার নিয়ে আসছে সেখানে বরাবরই আমরা বেশ পিছিয়ে।
পার্টটাইম বোলারদের প্রধান কাজই হচ্ছে উইকেট বা ব্রেকথ্রু এনে দেয়া। নিয়মিত বোলারদের মাঝে ২-৩ ওভার বোলিং করে উইকেট নেয়ার কাজটাই সাধারণত তারা করে থাকে। বিশ্বের সব দেশ এখন এই ধারায় খেললেও বাংলাদেশ এই ধারায় পুরোপুরি বিশ্বাসী নয়। বাংলাদেশ দলের নিয়মিত বোলারদের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার অন্যতম পার্টটাইম বোলার। কিন্তু অনেক ম্যাচে তাদের ব্যবহারই করা হয় না।
গতকাল এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গে পার্টটাইম বোলার হিসেবে রিয়াদ ৬ ওভার বোলিং করেছেন। সেখানে নিয়মিত বোলার মিরাজ মাত্র ৪ ওভার বোলিং করেন। মিরাজের বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানরা চড়াও হওয়ার কারণেই রিয়াদকে দিয়ে ৬ ওভার করিয়ে মিরাজের ১০ ওভারের কোটা পূরণ করা হয়।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চাইলে সৌম্যকে ব্যবহার করে দেখতে পারতেন। গত নিদাহাস ট্রফিতে সৌম্য ফলাফল নির্ধারনী ওভারে বোলিং করেন। তাছাড়া স্লো মিডিয়াম পেসার এখন খুব একটা দেখা যায় না বিশ্বের বড় বড় দলগুলোতে। সেই হিসেবে সৌম্যকে দিয়ে একটা বাজি ধরাই যেতে পারে। এখনকার ব্যাটসম্যানরা সবাই পেস বোলিংয়ে অভ্যস্ত। সেখানে সৌম্যর মতো স্লো পেসার তুরুপের তাস হতে পারতেন। তাছাড়া সৌম্যর লাইন লেন্থও খুব ভালো। উইকেট টু উইকেট বোলিংয়ে বেশ পটু সে।
এশিয়া কাপে খর্ব শক্তির বোলিং লাইনআপ নিয়ে যেভাবে ফাইট করেছে বাংলাদেশ সেটা সত্যি প্রশংসনীয় ব্যাপার। তবে সামনের বিশ্বকাপকে কেন্দ্র করে, এখন থেকেই নিয়মিত বোলারদের পাশাপাশি পার্টটাইম বোলারদের ঘষামাজা শুরু করলে ভালো ফল পাওয়া যাবে বলে মত ক্রীড়া বিশ্লেষকদের।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল