ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

নিলামে চাঁদের তিন পাথর, দাম কত জানেন?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১১, ১ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


নিলামে ওঠেছে চাঁদের তিনটি পাথর। হীরা,চুনি বা পান্না নয়। একদমই সাদামাটা তাদের চেহারা। কিন্তু তাদের দামই এই মুহূর্তে প্রায় ৬ কোটি টাকা। 

সম্প্রতি আন্তর্জাতিক নিলাম সংস্থা সথেবি'র নিউ ইয়র্কের শাখায় এই বিপুল দামে নিলাম হয়েছে তিনটি পাথরখণ্ড। দেখতে সাধারণ পাথরের মতো হলেও, এরা এই পৃথিবীর কেউ নয়। ১৯৭০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা-১৬ চন্দ্রাভিযানে চাঁদ থেকে নিয়ে আসা হয়েছিল এই পাথর।  

জানা গেছে, পাথরগুলির মালিক ছিলেন সোভিয়েত স্পেস প্রোগ্রাম'র ডিরেক্টর সের্গেই পাভলোভিচের পত্নী ইভানোভা কোরোলেভা। তার স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতেই সোভিয়েত ইউনিয়ন এই পাথরগুলি তাকে প্রদান করেছিল। ১৯৫০ দশকে পাভলোভিচ সোভিয়েত মহাকাশ গবেষণায় বিপুল অবদান রেখেছিলেন। তিনি অকালে প্রয়াত হলে তাকে এভাবেই শ্রদ্ধা জানায় সোভিয়েত দেশ।

এমনিতে কোন সাধারণ মানুষের পক্ষে চাঁদের পাথরের মালিকানা পাওয়া সম্ভব নয়। দুষ্প্রাপ্যতার কারণেই যে তার এই বিপুল দাম, তা বলার অপেক্ষা রাখে না। 

নিউজওয়ান২৪/এমএম