ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

নির্বাচন সুষ্ঠু হচ্ছে : শোভন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ১১ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সহ সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।     

সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি। 

শোভন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। 

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে। দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে শিক্ষার্থীরা ছাত্রলীগকে তাদের ভোট প্রদান করবে।

সোমবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে হাজী মুহাম্মদ মহসিন হলে তিনি নিজের ভোট প্রদান করেন। এ সময় তার দলের অন্যান্য নেতাকর্মীরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, সোমবার সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

এবার নির্বাচনে অংশ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাম সংগঠনগুলোর জোট, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট, জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ-বিসিএল, ছাত্র মৈত্রী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ছাত্র মুক্তিজোট, জাতীয় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্র আন্দোলন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

চূড়ান্ত প্রার্থী তালিকায় সহসভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন লড়ছেন। এছাড়া স্বতন্ত্র থেকে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন। আর ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন। প্রতিটি হল ১৩ জন করে নির্বাচিত হবেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত