নিজ নিজ দল থেকে জায়গা হারাচ্ছেন সাকিব-মুস্তাফিজ!
নিউজওয়ান ডেস্ক
২০১১ সালের পর প্রথমবারে মতো সাকিব আল হাসানকে ছেড়ে দিচ্ছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে উঠছে বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডারের নাম। একই অবস্থা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও। ফর্মহীনতা আর নতুন নিয়মের মারপ্যাঁচে তাকেও ছেড়ে দিচ্ছে ডেভিড ওয়ার্নার নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দরাবাদ।
আগেই বলা হয়েছে, অতীতে ১৪ জন ক্রিকেটারের জায়গায় আইপিএলে এবার পাঁচজনের বেশি ক্রিকেটার কোনও ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারবে না। এই পাঁচজনের মধ্যে আবার দুজনকে আগে থেকেই রাখতে পারবে, বাকি তিনজনকে নিলাম থেকে নিতে হবে। অর্থাৎ, নিলামে যে ফ্র্যাঞ্চাইজিই সর্বোচ্চ মূল্য হাঁকাক না কেন, ওই মূল্যে সবার আগে কেনার অধিকার পাবে নির্দিষ্ট ক্রিকেটারের আগের ফ্র্যাঞ্চাইজিটি। এসব কারণেই শঙ্কা ছিল সাকিব-মুস্তাফিজের পুরনো দলে জায়গা হারানো নিয়ে।
শেষ পর্যন্ত সাকিবের কেকেআর ও মুস্তাফিজের হায়দরাবাদ, কেউই ধরে রাখছে না তাদের। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, কলকাতা ধরে রাখছে দুই উইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলকে। সেক্ষেত্রে শুধু সাকিবই নয়, দলের অধিনায়ক গৌতম গম্ভীরকেও জায়গা হারাতে হচ্ছে। অন্যদিকে, টম মুডি তার দুই ছাত্রকে ধরে রাখতে গিয়ে খানিকটা বিপাকেই পড়েছেন। দলের অস্ট্রেলিয়ান অধিনায়ক ও ওপেনার ডেভিড ওয়ার্নারকে ধরে রাখছেন। সঙ্গে নিচ্ছেন দেশি বাঁহাতি পেসার ভুবনেশ্বর কুমারকে।
সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের মৌসুমে মুস্তাফিজ প্রথম আইপিএলে সুযোগ পান। মাঠের পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়েছিলেন এই কাটার মাস্টার। হায়দরাবাদের শিরোপা জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু পরের আসরেই দেখেন মুদ্রার ওপিঠ। তেমন পারফরম্যান্স করতে পারেননি। সাকিব আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন এই কলকাতার হয়েই। দুইবার শিরোপা জয়ের মিশনেও নজরকাড়া পারফরম্যান্স ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল