নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে চমক
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
আগামী মাসের শেষ দিকে ইংল্যান্ডের মাটিতে বসবে দ্বাদশ বিশ্বকাপ। সময়ের হিসেবে এখনও প্রায় বাকি দুই মাস। কিন্তু তার আগেই বুধবার অনেকটা চমক দিয়েই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) আসন্ন এ টুর্নামেন্টের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে চমক স্পিনার ইস সোধি ও উইকেটরক্ষক টম ব্লান্ডেল। ২০১৭ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ব্লান্ডেল। তবে পরের টেস্টে ভালো না করার পর বাদ পড়েছেন। খেলেছেন তিনটি টি-টোয়েন্টি। সেখানেও বলার মতো নয় পারফরম্যান্স। তারপরও ভাগ্যের জোরে জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াড়ে। আরেক উইকেটকিপার টিম সেইফার্তেরই দলে থাকার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আঙুল ভাঙ্গায় বাদ পড়েছেন তিনি। অন্যদিকে টড অ্যাস্টলের জায়গা নিয়েছেন সোধি। যদিও আসন্ন বিশ্বকাপে দলটির মূল স্পিনার হিসেবে থাকবেন মিচেল স্যান্টনার।
অভিজ্ঞ দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির সঙ্গে রয়েছেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে কিউইদের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন কলিন ডি গ্রান্ডহোম ও জিমি নিশাম। ইংল্যান্ডের কন্ডিশনে বল হাতে দারুণ কিছু করার সম্ভাবনা রয়েছে বোল্ট-সাউদিদের।
নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যারি স্টেড জানিয়েছেন, ১৫ জনের দল নির্বাচন করা খুবই কঠিন কাজ ছিল, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করা সহজ না, এরকম সময়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা চেয়েছি স্কোয়াডে ভারসাম্য থাকুক। গত কয়েক বছর ধরে আমাদের ওয়ানডে দলটা ভালো খেলছে। প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করতে পারাটা দারুণ ব্যাপার। যারা দলে আছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। আশা করি সবাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’
আগামী ১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন। গতবারের ফাইনালিস্টরা এবার অন্যতম ফেভারিট দল হিসেবেই মাঠে নামবেন। তার প্রমাণ তো দিচ্ছে দলটির বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরাই।
১৫ সদস্যের নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম লাথাম (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্রান্ডহোম, ইস সোধি, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, কলিন মানরো, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও টম ব্লান্ডেল (উইকেটরক্ষক)।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল